নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সূতীকাগার বলা হয়ে থাকে পাইওনিয়ার ফুটবল লিগকে। এখান থেকেই উঠে আসেন ভবিষ্যত জাতীয় দলের তারকা ফুটবলাররা। অথচ সময় মতো আয়োজন বা শেষ হয়না এই লিগের খেলা। অন্য সব আসরের মতো পাইওনিয়র লিগ নিয়েও সেশন জটের সৃষ্টি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় ৯ মাস আগে শুরু হয়েছিল এবারের পাইওনিয়র লিগ। ছয় মাস ধরে এই লিগের বিভিন্ন পর্বের খেলা চললেও তিনমাস পর আজ অনুষ্ঠিত হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগের তৃতীয়স্থান নির্ধারনী ও ফাইনাল ম্যাচ। বিকাল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন। এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের পাইওনিয়র লিগে অংশগ্রহণের জন্য প্রত্যেক ক্লাব ১০ হাজার এবং সুপার লিগে খেলা দলগুলোকে ২০ হাজার টাকা করে দেয়ার কথা থাকলেও এখন অবদি তা দেয়া হয়নি বাফুফে। চ্যাম্পিয়ন ও রানার্সআপের প্রাইজমানি ছাড়াই সব প্রায় ১০ লাখ টাকা পাওনা হয়েছে ক্লাবগুলোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।