নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রীতি ম্যাচ মানেই নিজেদের উল্টে পাল্টে পরখ করে নেয়ার সুযোগ। তাও আবার এমন যায়গায় যেখানে সাত মাস পরেই বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। জর্জ সাম্পাওলির আর্জেন্টিনা সেটা কতটুকু কাজে লাগালো। আরেকটু হলে যে বিশ্বকাপ স্বাগতিক রাশিয়ার কাছে হোঁচট খেতে হচ্ছিল আর্জেন্টিনাকে। সার্জিও আগুয়েরোর কল্যানে তা আর হয়নি। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে দারুণ হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানের জয় এনে দেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।
এর আগে গোলের জন্য যা যা করার সবকিছুই করেছেন লিওনেল মেসিরা। ৭০ শতাংশ বলে দখল, ৯ বার প্রতিপক্ষের গোল বরাবর শট, যার মধ্যে ৭টিই আবার ছিল লক্ষ্যে। শুধু মিলছিল না গোলের দেখা। সেই পুরোনো সমস্যা আর কি। এরপরও একটা কথা ভেবে স্বস্তি পেতে পারেন সাম্পাওলি- আগুয়েরোর গোলে ফেরা। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে গোলের দেখা পেলেন আগুয়েরো। মাউরো ইকার্দির জায়গায় এদিন একাদশে সুযোগ পান ২৯ বছর বয়সী স্ট্রাইকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।