মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার একজন এমপি দ্বৈত নাগরিকত্বের কারণে পদত্যাগ করেছেন। তিনি হলেন, কনজার্ভেটিভ লিবারেল পার্টির জন আলেকজান্ডার। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আরেক দফা নাগরিকত্ব ইস্যুতে সঙ্কটের মুখে পড়েছেন। অনেকে বলছেন, এমন অবস্থায় আগাম নির্বাচন দিতে হবে প্রধানমন্ত্রীকে। কিন্তু তিনি তেমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। ফলে ম্যালকম টার্নবুল এখন দু’জন নিরপেক্ষ এমপির সমর্থনের ওপর ভর করে কোনোমতে ক্ষমতায় ঝুলে আছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সংবিধানে দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তিকে পার্লামেন্ট সদস্য হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এ বিষয়ে গত মাসে সেখানকার হাইকোর্ট একটি রায় দেয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।