বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, শ্রমিকরা আজ সবচেয়ে বেশি অবজ্ঞা ও বঞ্চনার শিকার। শ্রমিকদের শ্রম নিয়ে পুঁজিপতিরা আজ আঙ্গুল ফুলে কলাগাছ হলেও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। ইসলাম সবচেয়ে শ্রমিকদের মর্যাদা দিয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শুধু মানুষ নয়, বনের পশুরা পর্যন্ত তাদের অধিকার ফিরে পাবে। তাই তিনি সকল স্তরের শ্রমিকদের ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।
গতকাল সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের সহযোগী সংগঠন দোকান শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরী আয়োজিত সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোকান শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম রহমানের সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ ও আল আমীন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ আবদুর রহমান, মাওলানা মুহা. খলিলুর রহমান, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আইয়ূব আলী চৌধুরী প্রমুখ।
মুহাম্মদ আশরাফ আলী আকন বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন ভালো সংগঠন ও ভালো নেতৃত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। শান্তি ও মুক্তি পেতে সবাইকে এর পতাকাতলে ফিরে আসতে হবে। তিনি বলেন, প্রচলিত আইন দিয়ে সমাজের চলমান এসব অস্থিরতা রুখা যাবে না। সকল অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামী শাসনের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে আলহাজ গোলাম রহমান বলেন, শ্রমিকরা হলো সভ্যতার কারিগর। সকল উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। শ্রমিকরা হলেন সকল উন্নয়নের চালিকাশক্তি। আর ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।