Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএনজি শরণার্থীদের পক্ষে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাপুয়া নিউগিনির (পিএনজি) মানস দ্বীপে আটকে থাকা শরণার্থীদের প্রতি বৈরী আচরণের প্রতিবাদে সিডনি অপেরা হাউজের সামনে বিক্ষোভ করেছেন অ্যাক্টিভিস্টরা। পাপুয়া নিউগিনিতে একটি আটক কেন্দ্র বন্ধ করে দেয়ার পর সেখানকার বন্দিদের গত সপ্তাহ পর্যন্ত দেশটির মানুস আইল্যান্ডে আটক করে রেখেছিল অস্ট্রেলিয়া। পরবর্তীতে এসব ভুক্তভোগীকে ছেড়ে দিতে চাইলেও তাদের মধ্যে কমপক্ষে ৬০০ জন এতে অস্বীকৃতি জানায়। নিরাপত্তাজনিত ভয় থেকে তারা লোকালয়ে যেতে আপত্তি করে। শরণার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে সিডনি অপেরার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশের হস্তক্ষেপে সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে বড় ধরনের ব্যানার প্রদর্শনে বাধা দেয়া হয়। তবে বিক্ষোভকারীদের হাতে থাকা ছোট ব্যানারে লেখা ছিল ‘মানুস খালি করুন’ এবং ‘তাদের এখানে নিয়ে আসুন’। সিডনিতে মোট পাঁচ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিতর্কিত এক নীতিমালা অনুযায়ী, নৌকাযোগে আসা শরণার্থীদের মানুস আইল্যান্ড ও নাউরুতে আটকে রাখে অস্ট্রেলিয়া। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ