Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়া প্রসঙ্গে এশিয়াকে এক হওয়ার আহ্বান ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে জিম্মি করে রেখেছেন। ট্রাম্প এশিয়ার সব দেশকে পিয়ং ইয়েংর বিরুদ্ধে একত্রিত হওয়ার আহŸান জানান। ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক সংকটের বিরুদ্ধে এ অঞ্চলের জোরালো দাবি আাদায়ের জন্য এশিয়া সফর করছেন বলে ধারণা বিশ্লেষকদের। ট্রাম্প ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে দেওয়া তার বক্তব্যে সর্তক করে দিয়ে বলেন, সংকট সমাধানের সময় দ্রæতই শেষ হয়ে যাচ্ছে। এ অঞ্চলের অসাধারণ মানুষ ও তাদের ভবিষ্যৎ একজন স্বৈরাচারের কাল্পনিক সংঘাতের স্বপ্ন ও তার পারমাণবিক অস্ত্রের বøাকমেইলের কাছে জিম্মি থাকতে পারে না। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার শাসক পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপ এ অঞ্চলকে আরো বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। মার্কিন প্রশাসন মনে করে উত্তর কোরিয়াকে চীনের আর্থিক সহায়তা দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা বা না করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত বৃহম্পতিবার ট্রাম্প চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিন পিংকে উত্তর কোরিয়া ইস্যুতে দ্রæত কাজ করার আহŸান জানান। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ