Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী কুয়েত আমিরাতহ নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লেবানন থেকে সউদী আরবের নাগরিকদের যতদ্রæত সম্ভব দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে লেবাননে না যেতেও নির্দেশ দিয়েছে সউদী আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএ এ খবর জানিয়েছে। অপরদিকে, লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের চলে আসার নির্দেশ দিয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা ঘোষণার কয়েক ঘণ্টা পরই তাদের সিদ্ধান্ত জানালো কুয়েত ও আমিরাত। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সউদী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, লেবাননে বর্তমান পরিস্থিতির জন্য সউদী নাগরিকদের সেই দেশ ত্যাগ ও না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের দুটি রাষ্ট্রীয় সূত্র বলছে, হারিরিকে গৃহবন্দি করা হয়েছে। তবে আরেকটি সূত্র বার্তা সংস্থাকে জানিয়েছে, সউদী আরবের নির্দেশেই হারিরি পদত্যাগ করেন ও তাঁকে গৃহবন্দি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বপ্রথম নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়ে লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাহরাইন। রবিবার তাদের নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দেয় দেশটি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ