মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবানন থেকে সউদী আরবের নাগরিকদের যতদ্রæত সম্ভব দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে লেবাননে না যেতেও নির্দেশ দিয়েছে সউদী আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএ এ খবর জানিয়েছে। অপরদিকে, লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের চলে আসার নির্দেশ দিয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা ঘোষণার কয়েক ঘণ্টা পরই তাদের সিদ্ধান্ত জানালো কুয়েত ও আমিরাত। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সউদী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, লেবাননে বর্তমান পরিস্থিতির জন্য সউদী নাগরিকদের সেই দেশ ত্যাগ ও না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের দুটি রাষ্ট্রীয় সূত্র বলছে, হারিরিকে গৃহবন্দি করা হয়েছে। তবে আরেকটি সূত্র বার্তা সংস্থাকে জানিয়েছে, সউদী আরবের নির্দেশেই হারিরি পদত্যাগ করেন ও তাঁকে গৃহবন্দি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বপ্রথম নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়ে লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাহরাইন। রবিবার তাদের নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দেয় দেশটি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।