Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউলিয়ার সঙ্গে রিয়েলিটি শো করবেন সালমান!

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

‘বিগ বস’ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে একটি অনুষ্ঠানে সালমান খান ঘোষণা দিয়েছেন তিনি কালার্স টিভির জন্য একটি রিয়েলিটি শো নির্মাণ করবেন। সর্বশেষ গুজব হল অভিনেতাটি তার কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরকে নিয়ে বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য ফার্ম’কে ভারতীয় দর্শকদের উপযোগী করে উপস্থাপন করবেন।
ইউলিয়া এই অনুষ্ঠানটির রোমানীয় সংস্করণের প্রথম মৌসুমটি উপস্থাপনা করার পর দ্বিতীয় মৌসুমের শুটিংয়ে অংশ নিচ্ছেন।
‘বিগ বস ৯’ লঞ্চের সময় সালমান বলেছিলেন ‘রাজ আর আমি একসঙ্গে আরেকটি শো নির্মাণের পরিকল্পনা করছি। আমরা যে শোটি করতে চাই তার নাম হলো ‘দ্য ফার্ম’। ধারণাটি ‘বিগ বস’ শোয়ের মতই, তবে এতে সেলিব্রিটিরা খামারে থাকবে। তারা টানা চারমাস এই খামারে কৃষকের মত গরুর দুধ দোয়াবে, হাঁস-মুরগি পুষবে। অনুষ্ঠানটি চাষ নিয়ে। আসল কৃষকরা তাদের কাজ করা শেখাবে। ধারণাটি খুব আকর্ষণীয়। আমরা এরই মধ্যে এর স্বত্ব কিনেছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউলিয়ার সঙ্গে রিয়েলিটি শো করবেন সালমান!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ