Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের কারণে সামাজিক অবস্থার বিপর্যয় ও পাহাড় ধ্বংস হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা আমদের নানা সমস্যার সৃষ্টি করছে, রোহিঙ্গাদের কারণে উখিয়া ও টেকনাফে সামাজিক অবস্থার বিপর্যয় ও পাহাড় ধ্বংস হচ্ছে। রোহিঙ্গাদের কেউ কেউ প্রলোভন দেখাতে পারে, সেটা যাতে না করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি আরো বলেন, আমরা বার্মায় ১২ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলাম আমাদের সাথে একটা দশ দফা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে আমাদের একটা জয়েন্ট ওয়াকিং গ্রæপ তৈরী হবে ৩০ নভেম্বরের মধ্যে সেই যৌথ ওয়াকিং গ্রæপ সমস্ত সিদ্ধান্ত নেবে। আমাদের সেই জয়েন্ট ওয়াকিং গ্রæপ বাংলাদেশ ও মায়ানমারের সম সংখ্যক সদস্য যারা থাকবে এবং তারাই সিদ্ধান্ত নেবে কিভাবে রোহিঙ্গারা তাদের মাতৃভ‚মিতে ফিরে যাবে।
তিনি বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষকে নিরাপদ রাখাই হচ্ছে সরকারের লক্ষ্য। এজন্য সরকার নানাভাবে পুলিশ বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে। তিনি গতকাল বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ ফাঁড়ি ভিত্তিপ্রস্তর স্থাপন, থানা ভবনসহ বিভিন্ন স্থাপনা উদ্ভোধনকালে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য প্রকৌশলী ফজলুর রহমান চান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা প্রশাসক ড: মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ