Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থী জঙ্গি হলে সবাইকে অ্যারেস্ট করে নেন- আদালত

লেকহেড গ্রামার স্কুল নিয়ে রুল জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকার লেকহেড গ্রামার স্কুল কেন খোলার আদেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং ১২ শিক্ষার্থীর অভিভাবকের করা দুটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন। এসময় রাষ্ট্রের পক্ষে আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, সব শিক্ষার্থী জঙ্গি হলে সবাইকে অ্যারেস্ট করে নেন। এক-দুই জনের জন্য তো সব শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হতে পারে না।
লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমন্ডি শাখা বন্ধের আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, কেন স্কুলের মালিককে স্কুল খোলা ও পরিচালনা করতে দেয়ার জন্য বিবাদীদের নির্দেশ দেয়া হবে না এবং কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া স্কুলের শিক্ষার্থীদের সকল ধরনের শিক্ষা কার্যক্রম চালু রাখতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ এফ হাসান আরিফ শুনানিতে বলেন, জঙ্গি তৎপরতা বা সংশ্লিষ্টতার অভিযোগ এনে আচমকা এক আদেশে স্কুলটি বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলের কেউ যদি এ কর্মকান্ডের সঙ্গে যুক্ত থেকে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নেয়ার সুযোগ রয়েছে।
অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, স্কুলটির বিরুদ্ধে জঙ্গি পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে। শিক্ষা কার্যক্রমের আড়ালে উগ্র ধর্মীয় মতবাদ প্রচারের অভিযোগ রয়েছ। বিচারক তখন বলেন, স্কুলের সব শিক্ষার্থী জঙ্গি হলে সবাইকে অ্যারেস্ট করে নেন। এক-দুই জনের জন্য তো সব শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হতে পারে না। তারা এখন কোথায় যাবে? কোথায় ভর্তি হবে? তাছাড়া ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেয়ার অভিযোগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ