Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারণাস্ত্র নিষিদ্ধকরণে নতুন বিল ডেমোক্র্যাটদের

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সদস্যরা দেশটির জনতার ওপর ভয়াবহ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে মারণাস্ত্র নিষিদ্ধকরণের একটি সংশোধনী বিল গত বুধবার সিনেটে উত্থাপন করেছে। তবে বিলটি রিপাবলিকান দলের সদস্যদের কোন সমর্থন পায়নি এবং সিনেট তাদের নিয়ন্ত্রণে থাকায় এই সংশোধনী পাস হওয়ার কোন সম্ভবনা নেই। সিনেটর দিয়ান ফিনস্টিন নতুন করে এ পদক্ষেপ গ্রহণে সার্বিক সহযোগিতা করেন। তিনি ১৯৯৪ সালে মারনাস্ত্র নিষিদ্ধকরণে মূল বিল উত্থাপন করে তা পাস করানোর ব্যাপারে সফলভাবে নেতৃত্ব দেন। নতুন এ সংশোধনীতে মারণাস্ত্র বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ডেমোক্রেট দলের অপর ২২ জন সদস্যের সাথে নতুন করে এ বিল উত্থাপন করে ফিনস্টিন বলেন, অতীতেও আমাদের রাস্তার বিভিন্ন দোকান থেকে যুদ্ধাস্ত্র তুলে নেয়ার নজির রয়েছে। আমাদের দেশে এসব মারাত্মক অস্ত্রের ব্যাপক সরবরাহ হ্রাসে এটি একটি দীর্ঘ মেয়াদি পদক্ষেপ হলেও আমরা কোন কোন এলাকা থেকে অস্ত্র প্রত্যাহার করে নেয়া শুরু করতে চাই। টেক্সাসের একটি চার্চে এক ব্যক্তির গুলিতে ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হলো। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ