প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্কঃ রুনা লায়লা এখন ভারতের নয়াদিল্লীতে অবস্থান করছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতেই দিল্লী গিয়েছেন তিনি। সংবাদ সম্মেলন শেষে ভারতের গুণী শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। গত মঙ্গলবার হাজির হয়েছিলেন কিংবদন্তী শিল্পী লতা মুঙ্গেশকরের বাসায়। এছাড়া গত বৃহস্পতিবার সাক্ষাৎ করেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খানের সঙ্গে। তার সাথে সাক্ষাত শেষে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন রুনা লায়লা। স্ট্যাটাসে লিখেছেন, ওয়ান অ্যান্ড ওনলি সালমান খানের সঙ্গে সাক্ষাত করলাম। জয় হো! উল্লেখ্য, এ বছর চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা। দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে শিল্পীকে বিষয়টি অবহিত করেছেন। আগামী ৩০ এপ্রিল দিল্লীতে তার হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।