Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকামায় প্রবাসীদের পেশা পরিবর্তনের সুযোগ বাতিল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সউদী আরবের শ্রম এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় প্রবাসীদের আকামায় (বসবাসের অনুমোদন) পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে। সউদী আরবের আল মদিনা পত্রিকাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সরকারি পত্রিকার অনলাইন সউদী গেজেট। অবশ্য, মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, এ আইনের ফলে যেসব ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন তারা এর বিরুদ্ধে অনলাইনে আবেদন করতে পারবেন। অন্যদিকে, এ সংক্রান্ত নিবন্ধনের জন্য বেঁধে দেয়া ৪ সপ্তাহ অতিরিক্ত সময়কাল সোমবার শেষ হয়ে গেছে। মন্ত্রণালয় বলেছে, তারা নিয়মিত এ সংক্রান্ত অনুসন্ধান অভিযান পরিচালনা করবে। এ জন্য বিভিন্ন এলাকায় ঝটিকা সফর করবে তাদের তদন্তকারীরা। নিয়মভঙ্গ করে পেশা পরিবর্তনকারী কাউকে শনাক্ত করা হলে তার প্রতি জনকে ২৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। আরো বলা হয়েছে, নিতাকাত পদ্ধতির আওতায়, প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণমূলক কর্মসংস্থানের অনুপাত পুনঃনির্ধারণ করা হবে। যাতে সউদীর স্থানীয় নাগরিকদের কাজের সুযোগ প্রবাসীদের কারণে সঙ্কুচিত না হয়। এ প্রক্রিয়াকে সউদীকরণ বা সাউদিজেশন বলা হয়। মন্ত্রণালয় আরো বলেছে, সউদী আরবের ষাটোর্ধ্ব নাগরিকরা বেসরকারিখাতে কাজ করতে পারবেন। সউদী গেজেট।



 

Show all comments
  • ৯ নভেম্বর, ২০১৭, ১:৫৬ পিএম says : 0
    এগিয়ে চলো সত্যের পথের পথিক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ