Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভেনিজুয়েলা প্রশ্নে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী সোমবার এক অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে। ভেনিজুয়েলা সঙ্কট ক্রমেই ঘনীভূত হতে থাকায় এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে এটি করা হচ্ছে। কূটনীতিকরা একথা জানান। বৈঠকে পরিষদের সামনে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’র মহাসচিব (ওএএস) ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের কঠোর সমালোচক লুইস আলমাগ্রো শুনানি উপস্থাপন করবেন। মাদুরোকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ ফৌরি নিউইয়র্কে সাংবাদিকদের পরিষদের বৈঠকের পরিকল্পনার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ভেনিজুয়েলায় বড় ধরনের স্বাস্থ্য ও খাদ্য সঙ্কট সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ভেনিজুয়েলায় তেলের দাম বেড়ে গেছে এবং খাবার,ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের সঙ্কট দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে মাদুরোর বিরোধীরা দেশটিতে একটি অবাধ, সুু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ