Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

১৩ বছর বয়সেই লেখক, সফল উদ্যোক্তা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রিটেনের হেনরি পিটারসন গল্প লেখে। বইগুলো বেশ বিক্রি হয়। বইয়ের চরিত্রগুলো বেশ জনপ্রিয়। এমনকি এসব চরিত্র এখন বইয়ের মলাটের মধ্যে বন্দি নেই। বিভিন্ন পণ্য বা খেলনার ওপর আঁকা হচ্ছে এসব চরিত্রের কীর্তি। এবার মূল কথায় আসা যাক। হেনরি পিটারসনের বয়স মাত্র ১৩! এরই মধ্যে তার লেখা বই সারা বিশ্বে বিক্রি হচ্ছে। ইয়াং এন্ড মাইটি নামে একটি প্রতিানও খুলেছে পিটারসন! নয় বছর বয়সেই নিজের লক্ষ্য স্থির করে নেয় হেনরি পিটারসন। আর ১৩ বছর বয়সের মধ্যেই সফল। পিটারসনের এ কাজে ভারজিন গ্রæপের প্রতিাতা রিচার্ড ব্র্যানসন রীতিমতো মুগ্ধ। মাত্র ১৩ বছর বয়সেই পিটারসনের সফল উদ্যোক্তা হয়ে ওঠার কথা জানিয়েছেন ব্র্যানসন তাঁর নিজের ওয়েবসাইটে। হেনরি পিটারসন গল্পের বই লেখে। সে এডভেঞ্চার অব শেরব এবং পিপ নামে একটি বই লিখেছে। এই বইয়ের সব চরিত্র ব্যাগ, ওয়াশ ব্যাগ, নরম খেলনাতে দেখা যায়। ব্র্যানসন লেখেন, আমি আরো অবাক হয়েছি এটা জেনে যে যুবকদের উৎসাহিত এবং চিন্তাচেতনা শেয়ার করার জন্য ইয়াং এবং মাইটি নামে সে একটি প্রতিান খুলেছে। ওর কাজের একটা মূলনীতিও আছে, অনুরাগকে সম্ভাবনায় রূপ দাও। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ