Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারাডাইস পেপারসে প্রিন্স চার্লসের স্বার্থের সংঘাত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কার্বন ক্রেডিটে লেনদেন করা একটি অফশোর কোম্পানির শেয়ার কিনে সেই তথ্য গোপন রেখেই ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতি ও কিয়োটো প্রটোকলের সংশোধনে জোরালো বক্তব্য দিয়েছিলেন প্রিন্স চার্লস। ফাঁস হওয়া প্যারাডাইস পেপার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, প্রিন্স চার্লসের ওই অবস্থানের মধ্যে স্বার্থের সংঘাত দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। বারমুডার একটি ল ফার্মের ফাঁস হওয়া এক কোটি ৩৪ লাখ গোপন নথির মধ্যে চার্লসের মা ব্রিটেনের রানি এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রসসহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিানের গোপনে বিপুল পরিমাণ অর্থ করস্বর্গ হিসেবে পরিচিত দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে বিনিয়োগের তথ্য উঠে আসে। নথিগুলোর মধ্যে বেশিরভাগই বারমুডাভিত্তিক আইনি সহায়তাদাতা প্রতিান এপলবির, অফশোর ইন্ডাস্ট্রির শীর্ষ পর্যায়ের সেবাদাতা এই প্রতিান গ্রাহকদের কর ফাঁকির পথ বাতলে দেয়। গত বছর ফাঁস হওয়া পানামা পেপার্সের মতো এই প্যারাডাইস পেপার্সের নথিও প্রথমে জার্মান দৈনিক জিদদয়চে সাইটুংয়ের হাতে আসে। সেসব নথি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দিয়েছে তারা। আইসিআইজে- এর কাছ থেকে সেসব নথি পেয়েছে বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন দেশের ১০০টি সংবাদমাধ্যম। সেখানেই মেলে প্রিন্স চার্লসের অফশোর বিনিয়োগ এবং জলবায়ু নীতি বিষয়ে অবস্থানের পেছনে ব্যক্তিগত মুনাফা লাভের তথ্য। বিবিসি জানায়, ২০০৭ সালে প্রিন্স অব ওয়েলসের বিনিয়োগ দেখভালকারী প্রতিান ডাচি অব কর্নওয়ালি এক লাখ ১৩ হাজার ৫০০ ডলারে সাসটেইনেবল ফরেস্ট্রি ম্যানেজমেন্ট লিমিটেডের (এসএফএম) শেয়ার কেনে। এসএফএম সেসময় রেইন ফরেস্টগুলোর ক্ষেত্রেও কার্বন ক্রেডিটের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন দেশের রাজনীতিকদের মধ্যে লবি করছিল, ইউরোপীয় ইউনিয়নের এমিশন ট্রেডিং স্কিম (ইইউ ইটিএস) ও কিয়োটো চুক্তিতে যা বাদ পড়েছিল। কোম্পানিটির অন্যতম পরিচালক ছিলেন ধনী ব্যাংকার হিউ ভ্যান কুটসেম, যাকে চার্লসের ঘনি বন্ধুদের একজন ধরা হয়। প্যারাডাইস পেপার্সের তথ্য অনুযায়ী, এসএফএমের লবিং সংক্রান্ত কাগজপত্র আসার কয়েক সপ্তাহ পর থেকেই চার্লসের দপ্তর গ্রীষ্মমন্ডলীয় ও উপকূলীয় বনের ক্ষেত্রে জলবায়ু নীতিতে বাদ দেওয়া কার্বন ক্রেডিট ফের যুক্ত করার প্রচার শুরু করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ