Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা আহত ১ গ্রেফতার ৫

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
পূর্ব বিরোধের জের ধরে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে এক যুবকে পিটিয়ে হত্যার করা হয়েছে। সেই সাথে অপর এক যুবককে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে। নিহতের নাম মাইনদ্দিন (১৮), সে স্থানীয় খলিলুর রহমানের ছেলে। নিহত মাইনউদ্দিনের চাচাতো ভাই ইসমাইল গাজী জানান, কয়েকদিন আগে স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ব্যক্তির পক্ষে নিয়ে গত শুক্রবার বিকালে নিহত মাইনদ্দিন ও তার বন্ধু নজরুল মিয়া ছিনতাই চক্রের সদস্য ফয়সালকে মারপিট করে। এ মারপিটের ঘটনার পর একই দিন রাত ৯টার দিকে ফয়সালের নেতৃত্বে তার সহযোগীরা মাইনদ্দিন ও নজরুলকে ধরে বাড়ী থেকে আধা কিলোমিটার দূরের নির্জন এক মেহগনী বাগানে নিয়ে যায় এবং সেখানে তাদের বেধড়ক মারপিট করে গুরুতর অবস্থায় রাজবাড়ী-ফরিদপুর সড়কের সাদুর বটতলা এলাকায় ফেলে রেখে যায়। রাত ১২টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে এনে ভর্তি করে। তবে মাইনদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সে সময়ই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সকাল ৮টার দিকে স্থানীয়রা ঘাতকদের মধ্যে ফয়সালসহ ৫ জনকে খুঁজে বের করেন এবং তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা আহত ১ গ্রেফতার ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ