Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় জাপা প্রার্থী অবরুদ্ধ উঠোন বৈঠক পন্ড অফিস ভাঙচুর

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
নির্বাচনী উঠোন বৈঠক প-সহ জাতীয় পার্টির প্রার্থীকে অবরুদ্ধ করা ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহবাদ ইউনিয়নে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন এঘটনা ঘটালেও থানা পুলিশে অভিযোগ করে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে ফতেহবাদ ইউনিয়নে পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলেক মিয়া অভিযোগ করে বলেন, তার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছে না আওয়ামী লীগের প্রার্থী আবদুস ছালামের দলীয় লোকজন। গত শুক্রবার সন্ধ্যায় ফতেহবাদ মোকাম বাড়িতে উঠোন বৈঠক চলাকালে ওই ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বৈঠক প- করে দেয়। এসময় তারা তাকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর ছোট ভাই মোস্তফা, ঢাকা এসবিতে কর্মরত এডিশনাল ডিআইজি মো. শাহআলমের ছোট ভাই জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক, আপেল, সফিক, কামাল, মহসীন, টুটুলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি সশস্ত্র গ্রুপ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে উঠোন বৈঠক পন্ড করে দেয় এবং জাতীয় পার্টির প্রার্থীর লোকজনকে মারধর করে। তারা প্রার্থী আলেক মিয়াকে অবরুদ্ধ করে রাখে। পরে রাত সাড়ে ১১টায় পুলিশ আলেক মিয়াকে উদ্ধার করে। এবিষয়ে থানায় অভিযোগ দিতে চাইলে পুলিশ তা নিতে অপারগতা প্রকাশ করে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে দেবিদ্বার পৌর জাতীয় পার্টির সভাপতি মোসলেম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্র সমাজের আহ্বায়ক জহিরুল ইসলাম মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লায় জাপা প্রার্থী অবরুদ্ধ উঠোন বৈঠক পন্ড অফিস ভাঙচুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ