Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের ঝিনাইগাতীতে জাময়িাতুল মোদার্রেছীনের মতবিনিময়

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ৪:০৮ পিএম

শিক্ষা জাতীয় করণের দাবীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঘোষিত আগামী ২০ নভেম্বর প্রতিটি মাদ্রাসায় মতবিনিময় সভার কর্মসূচী সফল করার লক্ষে ঝিনাইগাতী উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে ৮ নভেম্বর দুপুরে ঝিনাইগাতী দীঘিরপার ফাজিল মাদ্রাসায় সংগঠনের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাও: সুলতান মাহমুদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন। সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগনও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা জাতীয় করনের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান কানানো হয়। একই সাথে সংগঠনের পক্ষ থেকে সকল কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।
এ কর্মসূচী বাস্তবায়নের জন্য এক মতবিনিময় ৯ নভেম্বর শ্রীবরদী কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাময়িাতুল মোদার্রেছীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ