Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাচে জোড়া হ্যাটট্রিক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রথম শ্রেনির ক্রিকেটে কোন হ্যাটট্রিক ছিল না মিচেল স্টার্কের। হিসাবটা গত সোমবারের আগ পর্যন্ত। ২৪ ঘন্টার ব্যবধানে তার নামের পাশে বসে গেল দুই দুটি হ্যাটট্রিক! তাও আবার একই ম্যাচে এই কীর্তি গড়লেন বাঁ-হাতি পেসার। অস্ট্রেলিয়ার মাটিতেতো বটেই, দেশটির ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেট সেফিল্ড শিল্ডের ইতিহাসে যা প্রথম। সব মিলে প্রথম শ্রেনির ক্রিকেটে এক ম্যাচে দুই হ্যাটট্রিক করার অষ্টম ঘটনা এটি। আর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এমন ঘটনা দেখা যেছে একবারই। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে এই ইতিহাস গড়েছিলেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জিমি ম্যাথিউজ।
২৭ বছর বয়সী অজি পেসার দুই ইনিংসেই তুলে নেন প্রতিপক্ষের শেষ তিন উইকেট, ম্যাচে মোট ৭টি। তার নিউ সাউথ ওয়েলসও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে হারায় ১৭১ রানে। প্রথম ইনিংসে জেসন বেহরেনডর্ফ, ডেভিড মুডি এবং সিমন ম্যাককিনকে আউট করে প্রথম হ্যাট্রিক পূর্ণ করেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে নিজের ১৫তম ওভারের শেষ দুই বলে আবারো বেহরেনডর্ফ এবং মুডিকে আউট করে দ্বিতীয় হ্যাট্রিকের পথে এগিয়ে যান। পরের ওভারের প্রথম বলে জোনো ওয়েলসকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান স্টার্ক। ৩৯ বছর পর কোন বোলার একই ম্যাচে জোড়া হ্যাটট্রিক করলেন। অ্যাসেজের আগে এটাই স্টার্কের শেষ ম্যাচ। পায়ের পাতার ইনজুরির কারণে বাংলাদেশ সফরে ছিলেন না স্টার্ক। চোট কাটিয়ে মাঠে ফিরেই প্রথম ম্যাচে নেন ১০ উইকেট। এবার ৭টি। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাসেজ লড়াই। এর আগে ইংল্যান্ডকে একটা স্বতর্ক বার্তাই পাঠালেন স্টার্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ