নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিজেকেএস প্রথম বিভাগ হকি লীগে শিরোপা প্রত্যাশী মুক্ত বিহঙ্গ ক্লাব শুরুতেই চমক দেখিয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মুক্ত বিহঙ্গ বড় ব্যবধানে ৪-১ গোলে গতবারের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে (লাল) পরাজিত করে। খেলার ১৩ মিনিটে কামরুল গোল করে মুক্তিযোদ্ধা দলকে এগিয়ে নিলেও প্রতিপক্ষের আক্রমণের মুখে তাদের রক্ষণভাগ তছনছ হয়ে যায়। এরপর মুক্ত বিহঙ্গের হাবুল ২টি, খোরশেদ ও অর্পণ ১টি করে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন মুক্ত বিহঙ্গের মকসুদ আলম হাবুল। দিনের অপর ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪-০ গোলে শতদল জুনিয়রকে হারায়। মুক্তিযোদ্ধার পক্ষে এনায়েত উল্লাহ ২টি, শঙ্কর ও খন্দকার ১টি করে গোল করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের এনায়েত উল্লাহ। এর আগে সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন লীগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হকি সম্পাদক মোঃ লুৎফুল করিম সোহেল। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের প্রয়াত সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ্র বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।