Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বানারীপাড়া পৌর শহরের কম্পিউটার দোকানগুলোতে অনৈতিক কর্মকান্ড

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় ইন্টারনেটের কুপ্রভাবে ঘটছে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। বর্তমানে ইন্টারনেট হাতের নাগালে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের চারিত্রিক ও নৈতিক অবক্ষয় ঘটছে। বানারীপাড়া পৌর শহরের বিভিন্ন কম্পিউটারের দোকানে গান লোডের আড়ালে পর্নো ভিডিও লোড দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বন্দর, বাজারসহ বিভিন্ন এলাকায় মোবাইল সার্ভিসিং ও গান লোডের দোকানে হরহামেশাই মেমোরি কার্ডে পর্নো ভিডিও লোড দিচ্ছে এক শ্রেণীর অসাধু কম্পিউটার ও সার্ভিসিং ব্যবসায়ীরা। বানারীপাড়া থানা সংলগ্ন বেশ কয়েকটি গান লোডের দোকানে সল্প অর্থের বিনিময়ে এসব পর্নো ভিডিও পাওয়া যাচ্ছে। এর কুপ্রভাবে সমাজে ঘটে চলছে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকা-। এ নিয়ে অভিভাবকদের অন্তহীন দুঃশ্চিন্তা দিন দিন বেড়েই চলছে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বখাটেদের কুদৃষ্টি পরে বানারীপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের পাঁচ শিক্ষার্থীর ওপর। ওই সময় দরবেশ গেট এলাকার রাহাদ (২৪) কলেজ মোড় এলাকার জুলহাস (২০) ও সজিব (২২) সহ ১০/১২ জনের একটি বখাটে দল মাছরং বটতলা এলাকায় ওই পাঁচ শিক্ষার্থীর গতিরোধ করে তাদের টানা হেঁচরা করে। তখন রাহাত নামের একজনকে আটক করেছিল থানা পুলিশ। এছাড়াও গত ১৭ জানুয়ারি রাতে প্রেমের টানে রাজ্জাকপুর গ্রামের ফারুক মহুরীর ছেলে ফয়সাল ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রাবণী (১৩) ঘর ছাড়ে। পরের দিন ১৮ জানুয়ারি সকালে শ্রাবণীর মা নুপুর বেগম বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সম্প্রতি বানারীপাড়ার এক প্রেমিক যুগলের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে তখন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় প্রেমিক যুগলের অভিভাবকদের মধ্যে বেশ কয়েকবার সমঝোতা বৈঠকও চলেছিল বলে জানা গেছে। পরে বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে গত ৯ জানুয়ারি ওই প্রেমিকা বাদী হয়ে পর্নো ছবির নায়ক জুবায়ের হোসেন আসিফ ও তার বন্ধু অমির বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়া পৌর শহরের কম্পিউটার দোকানগুলোতে অনৈতিক কর্মকান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ