Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে হতাহতের সংখ্যা বেড়েছে ৩৯%

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত অক্টোবরে আফগানিস্তানে ১৬৯টি হামলায় আড়াই হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে। এই সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় ৩৯ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে আফগানিস্তানের ৩১টি প্রদেশে ২০৩টি হামলার ঘটনায় ১,৮০০ লোক হতাহত হয়েছিল। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে হতাহতের সংখ্যা ৪০ শতাংশ কম ছিল। পরিসংখ্যান থেকে দেখা যায়, গত মাসে হামলার তীব্রতা আরো বেশী ছিল, সেপ্টেম্বরে যেখানে প্রতি হামলায় গড় ৯ জন আহত/নিহত হয়, সেখানে অক্টোবরের হামলাগুলোতে গড়ে ১৫ জন নিহত/আহত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে দেখা গেছে, অক্টোবরে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ২৯টিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ