Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, সতর্কতা জারি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আবারো মারাত্মক ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল ভারতের রাজধানী নয়াদিল্লি। দূষণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরটি ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় এ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে দূষণের সঙ্গে আর্দ্রতা মিশে ঘন ধোঁয়াশায় ঢেকে যায় দিল্লি। সাংঘাতিক কমে যায় দৃশ্যমানতা। যার প্রভাব পড়ে বিমান ও রেল পরিষেবায়। বন্ধ করে দিতে হয় দিল্লি বিমানবন্দরের রানওয়ে। দেরিতে চলে অন্তত ২০টি বিমান। সকাল ১০টার দিকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রেকর্ডে দেখা যায়, বাতাসের মান ‘তীব্র’ অবস্থায় পৌঁছেছে। এর অর্থ বাতাসে দূষণের মাত্রা চরমে উঠেছে। গত বছর দিল্লিতে এই পরিস্থিতি তৈরি হয়েছিল ২০ অক্টোবর, দীপাবলির ঠিক পরদিন। এ অবস্থায় কিছুদিনের জন্য বন্ধ করে দেয়া হল সব স্কুল। প্রত্যেক নভেম্বরে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয় বলে অভিযোগ করেচেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি সরকার এ ব্যাপারে যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়ে তিনি টুইটে জানিয়েছেন, উচ্চমাত্রায় দূষণের কারণে শিক্ষামন্ত্রী মণীশ শিশোদিয়াকে বলেছি, কয়েকদিনের জন্য সব স্কুল বন্ধ রাখতে। দেশটির মার্কিন দূতাবাস ওয়েবসাইটে বলা হয়েছে, নয়াদিল্লিতে দূষণকারী পিএম ২.৫ উপাদানটির মাত্রা ৭০৩-এ পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ মাত্রা ৩০০-এর ওপরে গেলেই ক্ষতিকর বলে বিবেচনা করা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) প্রধান ক্রিশান কুমার আগরওয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নয়াদিল্লির দূষণের মাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছানোর পর আমরা একটি রাজ্যের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছি। চীনের বেইজিংয়ের চেয়েও বাতাসের মান খারাপ অবস্থায় পৌঁছালে ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) নয়াদিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত নগর ঘোষণা করে। এরপর থেকে কর্তৃপক্ষ বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট সাময়িক বন্ধ রাখা ও রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। গতকাল মঙ্গলবার সেখানকার ধোঁয়াশা সরাতে কিছুই করার ছিল না। দিল্লির আবাসন ব্যবসায়ী ভিপিন মালহোত্রা বলেন, ‘সমস্যা বাড়ছে। দেরি হওয়ার আগেই দ্রুত আমাদের স্থায়ী সমাধান খুঁজতে হবে। দিল্লি বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের জন্য। এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ