Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসমর্থনের দিক থেকে বিএনপি দুর্বল দল নয় -ওবায়দুল কাদের

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন একটি নালিশ পার্টি। এর নাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি হলেও বাস্তবে এখন এটি বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।
এর কাজ এখন শুধু বক্তৃতা বিবৃতি ও নালিশ দেয়া ছাড়া আর কিছু নেই। শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে বিএনপির গণ-অভ্যুত্থানের চিন্তা উড়ে গেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণ শেখ হাসিনার উন্নয়নে খুশী। বিএনপির গণ অভ্যুত্থানের চিন্তা শেখ হাসিনা যাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। তিনি গতকাল কক্সাবজার পাবলিক হল ময়দানে আওয়ামী লীগের ‘সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনসমর্থনের দিক থেকে বিএনপিকে দুর্বল ভাবা ঠিক হবেনা। বিএনপি একটি শক্তিশালী দল। আগামী নির্বাচনে আমরা শক্তিশালী দলের সাথে মোকাবেলা করতে চাই। এজন্য তিনি আওয়ামী লীগ-ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে জনগনের প্রতি ভাল-ভদ্র ব্যবহার করে তাদের খুশী করার ও মন জয় করার নিদের্শ দেন।
সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় দল। তাদের অনেক জনসমর্থন রয়েছে। তাই বিএনপিকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। এই বিষয়টা অবশ্যই মাথা রাখতে হবে আমাদের। তাদেরকে শক্ত প্রতিদ্ব›দ্বী ভেবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের আর দুর্দিন হবে না। আমরা এখন শেখ হাসিনার সাথে উন্নয়নের মহাসড়কে।
তিনি বলেন, তরুণরাই হচ্ছে আওয়ামী লীগের আগামী দিনের শক্তি। তাই তরুণদের সদস্যভুক্ত করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। সেই সাথে নারীদেরও অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। তাই ১৮ বছরের তরুণ ও নারীদের দিয়ে কক্সবাজারের আওয়ামী লীগের সদস্যভুক্তির কার্যক্রম শুরু করতে হবে। সদস্য সংগ্রহ কার্যক্রমে আগ্রহীদের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে এই নতুন সদস্যরাই হবে আওয়ামী লীগের বিজয়ের অন্যতম শক্তি।
ওবায়দুল কাদের বলেন, সদস্য সংগ্রহ ও নবায়নে কোনো চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, স্বাধীনতা বিরোধী, সা¤প্রদায়িক গোষ্ঠীর লোককে কোনোভাবেই সদস্য করা যাবে না। দলভারী করার জন্য খারাপ লোককে সদস্য করে পকেট ভারি করার দরকার নেই।
তিনি বলেন, বাংলাদেশে আরো কখনো গণ অভ্যুত্থান হবে না। কিন্তু বিএনপি এই দুঃস্বপ্ন নিয়ে বসে আছে। তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। কারণ বিএনপির গণ অভ্যুত্থানের স্বপ্নকে শেখ হাসিনা যাদুঘরে পাঠিয়ে দিয়েছে।
কক্সবাজার জেলা সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাসিম, বিপ্লব বডুয়াসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আব্দুর রহমান বদি, আশেকুল্লাহ রফিক ও জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।



 

Show all comments
  • S. Anwar ৮ নভেম্বর, ২০১৭, ১২:২১ পিএম says : 0
    আওয়ামী লীগের মহাসচিবের পদ পাবার পরপর পরিবর্তন যা হয়েছে তবুও কিছুটা চলনসই ছিলো কিন্তু ইদানিং বেশ কিছু দিন যাবৎ আমাদের সর্বকালের গুনধর সেতুমন্ত্রীর কথাবার্তা ও আলাপচারিতায় বড় ধরনের গড়মিল পরিলক্ষিত হচ্ছে। সম্প্রতি উনি একই সভা কিংবা সম্মেলনে একবার বিএনপি-র বদনাম করে পুনরায় একই মুখ দিয়ে বিএনপি-র প্রশংসা করেন। এত আওয়ামী লীগকে ছোট করা হয়। আগামীতেও সম্ভবত বিএনপি-র মন্ত্রী হবার জন্য একটা বিকল্প রাস্তা তৈরীর চেষ্টায় আছেন। ওনার এলাজ করানো আওয়ামী লীগের জন্য অত্যন্ত জরুরী হয়ে পড়েছে বলে মনে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ