Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বের ক্ষমতাধর ও অতি ধনীদের গোপন অর্থ বিনিয়োগের তথ্য ফাঁস

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পানামা পেপারের ১ বছর পার হতে না হতেই প্রকাশ্যে এলো আরেক কেলেঙ্কারি। প্যারাডাইস পেপার নামে নতুন যে নথি প্রকাশের ঘটনা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, গোটা বিশ্বের অসংখ্য ধনী ব্যক্তি কর ফাঁকি দিতে বিদেশে গোপনে সম্পত্তি কিনেছেন, বাদ পড়েননি ব্রিটেনের রানি এবং মার্কিন বাণিজ্য সচিবও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জামাতারও নাম রয়েছে এতে। রয়েছে ৭১৪ জন ভারতীয়র নাম।
প্যারাডাইস পেপার পাওয়া গিয়েছে অ্যাপলবাই নামে এক বিদেশি সংস্থার কাছ থেকে। তাতে দেখা যাচ্ছে, শুধু ধনীরা নন, বহু কর্পোরেট সংস্থাও কর ফাঁকি দিতে একই পšা নিয়েছে। ১৮০টি দেশের তথ্য এখানে রয়েছে, ভারত রয়েছে ১৯ নম্বরে। রয়েছে কার্তি চিদম্বরম, নীরা রাডিয়া, বিজয় মাল্যের নাম। এছাড়াও আছেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসেরই সচিন পাইলট। রয়েছে যশবন্ত সিনহার ছেলে, মোদী সরকারের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, ফর্টিস-এসকর্টিস চেয়ারম্যান ডক্টর অশোক শেঠ, অভিনেতা অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের নাম।
গুরুত্বপূর্ণভাবে, নন্দনলাল খেমকা প্রতিষ্ঠিত দ্য সান গ্রুপ সংস্থা অ্যাপলবাইয়ের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক খদ্দের, যাদের ১১৮টি আলাদা আলাদা বিদেশি কোম্পানি রয়েছে। শুধু ভারত সংক্রান্তই ৬৬ হাজার ফাইল প্রকাশিত হয়েছে।
১১৯ বছরের পুরনো সংস্থা অ্যাপলবাইয়ের কাজ মূলত ব্যক্তি বা সংস্থাকে কর ফাঁকি দিতে সাহায্য করা, তাদের অ্যাকাউন্ট দেখভাল করা। এ জন্য কর ফাঁকির স্বর্গরাজ্যগুলিকে যথেচ্ছ ব্যবহার করে গোটা বিশ্বে অর্থ চালাচালি করা সংস্থাটি।
প্যারাডাইস পেপার্সে যাদের নাম
প্যারাডাইস পেপার্সে বিশ্বের ক্ষমতাধর ও অতি ধনীদের করস্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া নতুন তথ্যে বহু বিশিষ্টজনের নাম উঠে এসেছে। ফাঁস হওয়া নথিগুলোর বেশিরভাগই এসেছে বারমুডাভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলবি এবং সিঙ্গাপুরের এশিয়াসিটি ট্রাস্টের কাছ থেকে। পানামা পেপার্স ফাঁসের ১৮ মাস পরেই নতুন করেই এই আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হলো। প্যারাডাইস পেপার্সে রাজনীতিবিদ, তারকা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ১০ লাখ নথি রয়েছে। ফাঁস হওয়া এসব নথিতে যাদের নাম রয়েছে তারা হলেন:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘনিষ্ঠ বন্ধু স্টিফেন ব্রনফম্যান, ব্রাজিলের কৃষিমন্ত্রী বেøইরো বোরগেস, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা উইসলি ক্লার্ক, উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী স্যাম কাহামবা, অস্ট্রিয়ার সাবেক চ্যান্সেলর আলফ্রেড গুজেনবার, সউদী আরবের সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী প্রিন্স খালেদ বিন সুলতান বিন আবদুল আজিজ, মন্টেনেগ্রোর সাবেক নেতার বোন আনা কোলারেভিস, ইরাকের সাবেক সংসদ সদস্য মুধার গাসান শওকত, ইউক্রেনের সাবেক পার্লামেন্ট সদস্য অ্যান্তন প্রিগোডসকি, কেনিয়ার সাবেক কৃষিমন্ত্রী স্যালি কোসগেই, কাজাখস্তানের সাবেক শক্তি ও বাণিজ্যমন্ত্রী মুখতার আবলিয়াজোভ, কাজাখস্তানের সাবেক তেল ও গ্যাসমন্ত্রী সাওয়াত মুখামেমতায়েভিজ, মেক্সিকোর সাবেক জাতীয় নিরাপত্তাসচিব আলেজান্দ্রো গার্টজ ম্যানেরো, ঘানার সাবেক প্রেসিডেন্টের ভাই ইব্রাহিম মাহামা, ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্টের ছেলে টমি সুহার্তো এবং মামিয়েক সুহার্তো, কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট এবং ডবিøউইএফের প্রধান নির্বাহী জোসে মারিয়া ফিগুয়েরস, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জ্যাঁ ক্রেটিন, কানাডার সাবেক প্রধানমন্ত্রী পল মার্টিন, কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরনি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইওকিও হাতোয়ামা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যসচিব পেনি পিৎজার, যুক্তরাজ্যের সাবেক ট্রেজারি কর্মাশিয়াল সেক্রেটারি জেমস মেয়ের স্যাসন, এল সালভাদরের সাবেক ভাইস প্রেসিডেন্ট কার্লোস কুইন্টানিলা স্মিড, ইউরোপীয় পার্লামেন্টের লিথুনিয়ার সদস্য অ্যান্তানাস গগা, ভারতের সংসদ সদস্য রবীন্দ্র কিশোর সিনহা, ভারতের বেসামরিক বিমানমন্ত্রী জয়ন্ত সিনহা, কাজাখস্তানের বিমান ও প্রতিরক্ষামন্ত্রী বেইবুত অ্যাটামকুলভ, ব্রাজিলের অর্থমন্ত্রী হেনরিক দ্য ক্যাম্পোস, জাম্বিয়ার বিরোধীদলীয় নেতা হ্যাকাইন্ডি স্যামি হিচিলেমা, ইন্দোনেশিয়ার বিরোধীদলীয় নেতা প্রাবোয়ো সুবিয়ান্তো, নাইজেরিয়া সিনেটের প্রেসিডেন্ট বুকোলা সারাকি, সিরিয়ার প্রেসিডেন্টের চাচাতো ভাই রামি মাকলফ, কলোম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সন্তোস, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ, তুরস্কের প্রধানমন্ত্রীর ছেলে একরাম ও বুলেন্ট ইলদিরিম, জর্ডানের রানি নূর আল হোসেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার লুইস রস জুনিয়র, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ভ্যালেরি ভসচেভেস্কি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরি, জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিডজিনা ইভানিসভিলি, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুডুর ডেভিড গানলাগসন, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আওয়ালী, জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী আলী আবু আল রাগিব, কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি, কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আল থানি, সউদী আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, সুদানের সাবেক প্রেসিডেন্ট আহমেদ আলি আল মিরগানি, আবু ধাবির আমির খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী পাবলো লাজারেঙ্কো, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোসেঙ্কো, আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভের স্ত্রী তার ছেলে-মেয়ে এবং বোন, মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতারন ব্যাটবোল্ড, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবল, চীনের প্রেসিডেন্টের শ্যালক ডেং জিয়ানগুই, চীনের সাবেক নেতার মেয়ে লি শাওলিন, ভ্লাদিমির পুতিনের ছোটবেলার বন্ধু আর্কাডি ও বরিস রোটেনবার্গ, পুতিনের ঘনিষ্ঠ বন্ধু সের্গেই রোলডুগিন, সিরিয়ার বাশার আসাদের চাচাতো ভাই রামি ও হাফেজ মাখলুফ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাবা ইয়ান ক্যামেরন, মিসরের সাবেক প্রেসিডেন্টের ছেলে আলা মুবারক, মরক্কোর বাদশার ব্যক্তিগত সচিব মুনির মাজিদি, পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজের ছেলেমেয়ে (মরিয়ম, হাসান ও হুসেইন), ঘানার সাবেক প্রেসিডেন্টের ছেলে জন আডো কুফর, মোহাম্মদ নাফিজউদ্দিন বিন মোহাম্মদ নাজিব মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ছেলে, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের বন্ধু ড্যানিয়েল মুনোজ, মেক্সিকো প্রেসিডেন্টের প্রিয়ভাজন ঠিকাদার জুয়ান আরমান্ডো হিনোজোসা, স্পেনের সাবেক রাজার বোন পিলার ডে বোরবন, আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্টের সহযোগী জন ক্লদ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের ভাইয়ের ছেলে ক্লিভ কুলভুস জুমা, গায়ানার সাবেক স্বৈরশাসকের স্ত্রী মাদাম তুর, ফিলিস্তিন বিনিয়োগ তহবিলের পরিচালক মোহাম্মদ মুস্তাফা, ইকুয়েডরের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গর্ভনর পেড্রো দেলগাডো, গ্রিক প্রেসিডেন্টের সাবেক পরামর্শক স্ট্রাভরোস পাপাসতাভরো, কঙ্গোর পার্লামেন্ট সদস্য জায়নেট ডেসিরি কাবিলা কিওংগু, কাজাখাস্তানের সাবেক ডেপুটি মেয়র নুরালি আলিয়েভ, পানামার রাষ্ট্রীয় ব্যাংকের প্রধান রিকার্ডো ফ্রাঙ্কোলিনি, পেরুর গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সিজার আলমেইদা, আলজেরিয়ার শিল্প ও খনিমন্ত্রী আবদেসালাম বোকোরেব, অ্যাঙ্গোলার পেট্রোলিয়ামমন্ত্রী জোসে মারিয়া, বুয়েনস আয়ারসের অর্থমন্ত্রী নেস্তর গ্রিনদেত্তি, কম্বোডিয়ার আইনমন্ত্রী অং ভং ভাথানা, ফ্রান্সের সাবেক মন্ত্রী জেরোমি চাওজ্যাক, আইসল্যান্ডের অর্থমন্ত্রী বিজার্নি বেনেডিকসন, আইসল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ওলফ নরডল, কনরাড মিজি, মাল্টার জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রী, ব্রাজিলের সাবেক সংসদ সদস্য জোয়াও লিরা, ইকুয়েডরের কর্মকর্তা গালো চিরিবোগা, হাঙ্গেরি অ্যাসেম্বলির সাবেক সদস্য জোল্ট হরভাথ, কেনিয়ার সুপ্রিম কোর্টের উপপ্রধান বিচারক কল্পনা রাওয়াল, ওয়ারশর সাবেক মেয়র পাওয়েল পিসকোরোস্কি, সউদীর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদ, যুক্তরাজ্য পার্লামেন্টের আজীবন সদস্য পামেলা শার্পলেস, যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মাইকেল মেটস, ভেনেজুয়েলার তেল কোম্পানির কর্মকর্তা জেসাস ভিলানুয়েভা, চিলির গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সহযোগী আলফ্রেডো ওভালি রদ্রিগেজ, বতসোয়ানার জ্যেষ্ঠ বিচারক ইয়ান কিরবি, কঙ্গোর জাতীয় তেল কোম্পানির প্রধান ব্রুনো জিন রিচার্ড ইতোয়া, নাইজেরিয়ার ডেলটা রাজ্রের সাবেক গভর্নর জেমস ইবোরি, রুয়ান্ডার সাবেক গোয়েন্দা প্রধান এমানুয়েল নাহিরো, যুক্তরাষ্ট্রে নিযুক্ত জাম্বিয়ার সাবেক রাষ্ট্রদূত আতান সানসোঙ্গা, ভেনেজুয়েলার সাবেক সেনাপ্রধান ভিক্টর ক্রুজ ওয়েফার, ভারতের রাজনীতিবিদ অনুরাগ কেজরিওয়াল, চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তার নাতনি জেসমিন লি, ব্রাজিলের নেতার ঘনিষ্ঠ ইডালেসিও ডে অলিভিয়েরা, জাতিসংঘের সাবেক মহাসচিবের ছেলে কাজো আনান, ইতালির সিনেটরের ঘনিষ্ঠ গুইসেপ ডোনাল্ডো নিকোসিয়া, হন্ডুরাসের ভাইস প্রেসিডেন্টের ছেলে সিজার রোজেনথাল, বোগোতার মেয়রের শ্যালক কার্লোস গুতেরেজ রোবায়ো, সেনেগালের রাজনীতিবিদের ঘনিষ্ঠ মামাদু পোয়ি, স্পেনের কৃষিমন্ত্রীর স্ত্রী মিকায়েলা ডোমেক সলিস বিমন্ট, চীনের রাজনীতিবিদের স্ত্রীর ব্যবসায়িক অংশীদার প্যাট্রিক হেনরি ডেভিলার্স ও ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার সাবেক পরামর্শক জাভিয়ার মলিনা বনিলা। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ