মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরকালে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। রাজধানী থেকে বেশ দূরের এলাকায় এসব হুমকি দেয়া হয়েছে। জাপানে বোমা হামলার হুমকি দেয়ার বিষয়টি ব্যতিক্রমী ঘটনা। নিরাপত্তা বাহিনী তল্লাশী করেও কোথাও কোন ধরণের বিস্ফোরক পায়নি কিংবা কাউকে গ্রেফতারও করতে পারেনি। পশ্চিমাঞ্চলীয় শিগা এলাকায় একটি ফেরি কোম্পানীর কাছ থেকে বোমা হামলার হুমকির খবর আসে। একজন লোক ফোন করে জানায়, ফেরির ভেতরে বোমা পোঁতা আছে এবং ঘন্টাখানেকের মধ্যেই এটি বিস্ফোরিত হবে। কিন্তু পুলিশ খবর পেয়ে ফেরিটিতে পুরো তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি। হিরোশিমার অপর এক ফেরি কোম্পানীও একই ধরনের হুমকি পায়। সেখানেও নিরাপত্তা বাহিনী তল্লাশী করে কিছুই খুঁজে পায়নি। নিরাপত্তা বাহিনী জানায়, ওসাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে ও কিয়োটোর সানজো স্টেশনের একটি ট্রেন চালক বোমা হামলার হুমকি পায়। এসব জায়গায় তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।