Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মন্ট্রিলে প্রথম নারী মেয়র নির্বাচিত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কানাডার মন্ট্রিল নগরীতে প্রথম নারী মেয়র হিসেবে বামপšী নবীন রাজনীতিবিদ ভ্যালেরী প্ল্যান্টে নির্বাচিত হয়েছেন। ৪৩ বছর বয়সী ভ্যালেরী তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আমরা মন্ট্রিলের ইতিহাসের পাতায় একটি নতুন পাতা সংযোজন করলাম।’ তিনি আরো বলেন, ‘অবশেষে মন্ট্রিল তার প্রথম নারী মেয়র পেল।’ রোববারের এই নির্বাচনে তিনি তার প্রধান প্রতিদ্ব›দ্বী ডেনিস কোদেরেকে ছয় পয়েন্টের ব্যবধানে হারান। তিনি ৫১ শতাংশেরও বেশি ভোট পান। পরাজয় মেনে নিয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক লিবারেল পার্লামেন্ট সদস্য ও মন্ত্রী কোদেরে বিবৃতিতে বলেন, তিনি আর ‘পৌর রাজনীতি করবেন না।’ ফলাফল প্রকাশের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্ট্রিলের প্রথম নির্বাচিত নারী মেয়র ভ্যালেরী প্লান্টেকে অভিনন্দন জানান। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ