Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে জার্মান নাগরিক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তরপ্রদেশের সোনেভদ্র জেলার রবার্টসগঞ্জ রেল স্টেশনে রেল কর্মীর সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়া জার্মান নাগরিককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ওই জার্মানের কাছে জাল ভিসা রয়েছে। হোলগার এরিক মিস নামে বার্লিনের ওই বাসিন্দা ৩ তারিখ ঝামেলায় জড়িয়ে পড়েন রবার্টসগঞ্জের রেল কর্মী আমন কুমারের সঙ্গে। এরপর তিনি ২ পুলিশকর্মীকে লাঠি হাতে আক্রমণ করেন বলে অভিযোগ। সোনেভদ্র পুলিশ জানিয়েছে, ওই জার্মানের ট্যুরিস্ট ভিসা নেই, যেটা রয়েছে তা জাল ভিসা। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আমন কুমার অভিযোগ করেন, এরিককে তিনি ওয়েলকাম টু ইন্ডিয়া বলে স্বাগত জানালে জবাবে তাকে ঘুষি মারেন এরিক। যদিও এরিকের দাবি, আমনই তাকে মারধর করেন। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, ওই রেলকর্মী নাকি এরিককে তার শরীর কেমন জিজ্ঞেস করেন, তাতে চটে গিয়ে তাকে মারতে শুরু করেন তিনি। জবাবে হাত চালান আমনও। দুজনেরই ডাক্তারি পরীক্ষা হয়েছে। ওই জার্মানের আচমকা রেগে যাওয়ার সমস্যা থাকতে পারে বলে মনে করছে পুলিশ, হয়তো ডিপ্রেশনেও ভুগছেন। সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ