নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী ১ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় ও আমন্ত্রণমূলক মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ আসরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক জাতীয় অ্যাথলেটরাও অংশ নেবেন। ফলে আসরটি পরিণত হবে দুই বাংলার সাবেক অ্যাথলেটদের মিলনমেলায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের তিন শাতাধিক ও পশ্চিমবঙ্গের ৮০ জন সাবেক অ্যাথলেটরা অংশ নিবেন। প্রতিযোগিতায় ৩৫ উর্ধ্ব থেকে শুরু করে ৬৯ বছর বয়সি অ্যাথলেটরা ১৪০টি ইভেন্টে অংশ নিবেন। এবারের মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গতকাল তথ্যগুলো নিশ্চিত করেন বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।