Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় সিপিএ’র ঢাকা সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ৬:১০ পিএম

সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এই সম্মেলন থেকে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্থাটির চেয়ারপার্সন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
সিপিএ চেয়ারপার্সন শিরীন শারমিন আরো জানান, সম্মেলনে ‘শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার গুরুত্ব’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা সিপিএ’র ৯টি অঞ্চল থেকে আসা ৯জন সংসদ সদস্যের কাছে প্রশ্ন ও বক্তব্য উত্থাপন করবেন। ওই বৈঠকের আলোচনার উপর একটি প্রস্তাবনা তৈরি করা হবে। যা সিপিএ’র নির্ধারিত কর্মশালায় উত্থাপন করা হবে। কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশমালা বাস্তবায়নের উদ্যোগ নিবে সিপিএ।
স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ সম্মেলনে ইয়ুথ রাউন্ডটেবিল ছাড়াও ৮টি নির্ধারিত বিষয়ভিত্তিক কর্মশালা হবে। যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিডিউর এসব বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতিটি কর্মশালা ও সভার সিদ্ধান্ত ও সুপারিশগুলো ৭ নভেম্বর সাধারণ অধিবেশনে উপস্থাপন করা হবে।
রাজধানী ঢাকায় গত ১ নভেম্বর থেকে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে সিপিএ’র ৫২টি সদস্য দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার, ২৩ জন ডেপুটি স্পিকারসহ ৬ শতাধিক সংসদ সদস্য অংশ নিচ্ছেন। তাদের নিরাপত্তায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিমানবন্দর থেকে সংসদ ভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও তার আশপাশের এলাকা। করা হয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা। ৮ নভেম্বর এই সম্মেলন শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিপিএ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ