নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি- টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের যাত্রা শুরু হয়ছে সিলেট থেকে। ইতোমধ্যে দুই দিনে চারটি ম্যাচ শেষও হয়েছে। আজ সিলেট পর্বে বিরতি। আগামীকাল ও পরশু (৭ ও ৮ নভেম্বর) একই মাঠে সিলেট পর্বের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব অর্থাৎ ঢাকা পর্ব (১)।
সূচী অনুযায়ী দিনের প্রথম খেলা শুরু হয় দুপুর ২টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। কিন্তু ঢাকা পর্বে ফিরে এই নিয়ম আর থাকছে না। ঐ পর্ব থেকে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর করা সূচী অনুযায়ী প্রতি পর্বের ম্যাচই শুরু হওয়ার কথা ঐ একই সময়ে। কেবল শুক্রবার বাদে। জুম্মার দিনে দুপুরের ম্যাচ আড়াইটা ও সন্ধ্যার ম্যাচ সোয়া ৭টায় শুরু হওয়ার কথা। এর আগেও দুই মেয়াদে বিপিএল সূচীতে পরিবর্তন আনা হয়েছিল।
সূচীতে হঠাৎ এই পরিবর্তনের কারণ গতকাল খোলসা করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আজকে (গতকাল) একটা সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় আমরা প্রথম খেলাটা এগিয়ে এনে দেড়টায় শুরু করব। দ্বিতীয় খেলার মাঝে যে সময়টা আছে সেটা আরো কমিয়ে ৬টা থেকে শুরু করার চেষ্টা করছি এবং এটা ঢাকা পর্ব থেকে হবে।’
খেলা এগিয়ে আনার কারণ হিসেবে মল্লিক বলেন, ‘সময় এগিয়ে আনার দুই-তিনটা কারণ আছে। প্রথমত, রাত হয়ে গেলে যানবাহন সংকট থাকে, খেলা শেষে তখন দর্শকদের ফিরে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। দ্বিতীয়ত, শিশির একটা ব্যাপার থাকে। তৃতীয়ত, প্রত্যেকদিন যেহেতু খেলা থাকে তো পরের দিনই আমাদের খেলা আয়োজন করতে হয়। মাঠ প্রস্তত থেকে শুরু করে সবকিছুর জন্য এটা এগিয়ে আনা ভালো। যাতে ম্যাচ শেষে পিচ কিউরেটররা তাড়াতাড়ি কাজটা ধরতে পারে। এসব কিছু চিন্তা করেই আমরা খেলাটা এগিয়ে আনার চিন্তা-ভাবনা করছি।’
বিপিএলের পঞ্চম আসর নিয়ে মল্লিক বলেন, ‘অবশ্যই আমরা খুশি। এটি পঞ্চম আসর চলছে। প্রত্যেক বছরই আমাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার যেমন সিলেটে শুরু হলো, গতকাল আমাদের বোর্ড সভাপতি বলেছেন, আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। দর্শক থেকে শুরু করে এখানকার সংগঠক সবাই মিলে টুর্নামেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে রূপ দিয়েছে। সে দিকে থেকে এটা তো অবশ্যই। আমরা বিসিবি’র প্রত্যেকেই খুশি যে টুর্নামেন্টটা শুরুতে একটা বুস্ট পেয়েছে।’
বিপিএলের জন্য ভবিষ্যতে আরও একটি ভেন্যু বাড়ানোর ইঙ্গিতও দিয়ে মল্লিক বলেন, ‘হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যুর খেলা আয়োজন করতে গেলে প্রতেকদিন দুটো খেলা আয়োজন করতে হবে। একটা এক ভেন্যুতে অন্য ম্যাচটি অন্য ভেন্যুতে। আপনি জানেন আমাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা। এই চারটার বাইরে চাইলেই আমরা রাজশাহী কিংবা রংপুরে খেলা নিতে পারব না। কাজেই এই চারটি ভেন্যু নিয়েই সমন্বয় করে আমাদের খেলা দিতে হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।