Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম দিনটি বিকেএসপির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনটি ছিলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)। এ দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। যার সবগুলোই করেছেন বিকেএসপির হাইজাম্পাররা। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এ সময় অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার হাইজাম্পের বালক বিভাগে ১.৮১ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপির জিহান। একই ইভেন্টের বালিকা বিভাগে বিকেএসপির জান্নাতুল ১.৫১ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। কিশোর হাইজাম্পে একই দলের মাসুদ রানা ১.৯৫ মিটার লাফিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেন।
এছাড়া দিনের অন্য ইভেন্টে কিশোরদের ৮০০ মিটার স্প্রিন্টে কুড়িগ্রামের আহসান হাবিব, কিশোরীদের এই ইভেন্টে বিকেএসপির আইভি আক্তার অরিন, বালকদের শটপুটে কিশোরগঞ্জের মাহমুদ হাসান শাওন, বালিকাদের এই ইভেন্টে যশোরের মুক্তা খাতুন, কিশোরদের ট্রিপল জাম্পে বিকেএসপির হোসেন মুরাদ, কিশোরদের ২০০ মিটার স্প্রিন্টে শেরপুরের রাকিবুল হাসান, কিশোরীদের এই ইভেন্টে বিকেএসপির দিশা সুলতানা, বালকদের ২০০ মিটার স্প্রিন্টে নাটোরের সুলতান আহমেদ, বালিকাদের এই ইভেন্টে বিকেএসপির রুপা খাতুন স্বর্ণপদক জেতেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম দিন ১৪টি ইভেন্টের মধ্যে সাতটি স্বর্ণ, চারটি রুপা ও দু’টি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে বিকেএসপি। এক স্বর্ণ ও তিনটি রৌপ্য জয় করে দ্বিতীয়স্থানে আছে নড়াইল জেলা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ