Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিজেকেএস প্রথম বিভাগ হকি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগ মাঠে গড়াচ্ছে আগামীকাল থেকে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লিগের খেলা। এবারের আসরে ১১টি দল অংশ নিচ্ছে। প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গতকাল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান হকি কমিটির চেয়ারম্যান আবুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও হকি সম্পাদক লুৎফুল কবির সোহেল। উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হবে। এবারের লিগে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো দু’গ্রæপে ভাগ হয়ে গ্রæপ লীগ পদ্ধতিতে প্রথম পর্বে খেলবে। পরে প্রতি গ্রæপের শীর্ষ দু’টি দল করে মোট চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর পর্ব। লিগ পদ্ধতির এই পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীরা চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল রানার্সআপ হবে। লিগকে আকর্ষণীয় করতে প্রতিটি দল চট্টগ্রাম বিভাগের বাইরের সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় খেলাতে পারবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ