Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেস রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে : মোদি

হিমাচল প্রদেশের নির্বাচন একতরফা হয়ে গেছে

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠেয় নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধী দল কংগ্রেস রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে। নির্বাচন সামনে রেখে গতকাল রোববার রাজ্যের ইউনা এলাকায় এক সমাবেশে কংগ্রেসকে রক্ষ্য করে আক্রমণাত্মক এই বক্তব্য দেন মোদি। হিমাচল প্রদেশের নির্বাচন একতরফা হয়ে গেছে। কংগ্রেস রণক্ষেত্র থেকে পালিয়েছে, বলেন মোদি। রাজ্য নির্বাচনের আগে তৃতীয় ও শেষবারের মতো হিমাচল সফরে যান মোদি। সেখানে হিমাচলের ঐতিহ্যবাহী টুপি পরে নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে কিছু নোট অকার্যকর করার দিন ৮ নভেম্বরকে ‘কালো টাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেসের সমালোচনা করেন তিনি। কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, নোট বাতিলে বিপাকে পড়ে কিছু লোক এখনো অভিযোগ করছে এবং ৮ নভেম্বর কালো টাকা দিবস হিসেবে পালনের পরিকল্পনা করছে। উন্নয়নই একমাত্র সমাধান উল্লেখ করে মোদি বলেন, আমাদের দৃষ্টি এখন বিকাশ (উন্নয়ন)। সব সমস্যা সমাধান ও জাতিকে অন্য উচ্চতায় নেয়ার একমাত্র সমাধান হলো উন্নয়ন। নির্বাচনের মাত্র চার দিনে পার্বত্য রাজ্য হিমাচল চষে বেড়াচ্ছেন মোদি। ইউনায় সমাবেশ শেষ করে তিনি রাজ্যের পালামপুরে আরেকটি সমাবেশ শেষ করে যাবেন কুল্লু এলাকায়। ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৬৮ আসনের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ