Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৌচাগারেই রান্নাবান্না-খাওয়া দাওয়া!

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সরকারি বাসার জন্য আবেদন করেছিলেন ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ছোটু রাউতিয়া। কিন্তু হাজার দেনদরবার করেও মেলেনি কোনো বাসা। তাই বাধ্য হয়েই একটি শৌচাগারে বাস করছেন ৫০ বছর বয়সী এই ব্যক্তি। এমনকি রান্না, খাওয়া-দাওয়াও করছেন সেখানেই। খবরে বলা হয়, ১৯৯৫ সালে রাউরকেলা ইস্পাত কারখানা নির্মাণ করার সময় অধিগ্রহণ করা হয় ছোটুর পৈতৃক জমি। তাদের বসবাসের জন্য সরকারের পক্ষ থেকে দেয়া হয় আলাদা জমি। সেখানেই একটি বাসা তুলে মা-বাবার সঙ্গে বাস করছিলেন ছোটু। স¤প্রতি তার মা-বাবার মৃত্যু হয়। দুই দশক পর বেহাল অবস্থা হয় তার বাবার নির্মিত বাসাটারও। তাই ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অধীনে একটি বাসার জন্য আবেদন করেন ছোটু। কিন্তু সেখান থেকে কোনো সাড়া না পাওয়ায় থাকতে শুরু করেন ২০ বর্গফুটের একটি শৌচাগারে। শৌচাগারটি সরকারের ‘ছোয়াচ ভারত যোজনা’র অধীনে নির্মাণ করা হয়। ছোটু জানান, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অধীনে বাসা চেয়ে হতাশ হতে হয় তাঁকে। এর পর স্থানীয় বিজেপি নেতারা তাঁকে একটি মাথা গোঁজার ঠাঁই দেন। সেটিই ওই শৌচাগার। টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ