নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইনকিলাব ডেস্ক : জার্মানির বন শহরে কয়লাবিরোধী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার মানুষ। আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন নিয়ে সম্মেলনকে সামনে রেখে এ বিক্ষোভ আয়োজন করা হয়। বিক্ষোভে জ্বালানির উৎস হিসেবে কয়লাকে বাদ দেয়ার দাবি জানানো হয়। বিক্ষোভের আয়োজনকারীরা ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। ওই চুক্তি অনুসারে জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্ব অর্থনীতির সরে আসার কথা। প্যারিস চুক্তি নিয়ে ১৯৫টি দেশ জার্মানির বন শহরে ৬-১৭ নভেম্বর সম্মেলনে বসবে। এতে প্যারিস চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। ক্যাম্পেক্ট নামের সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, জার্মান সরকার শেষ পর্যন্ত ও কার্যকরভাবে প্যারিস জলবায়ু চুক্তি করবে বলে আমরা প্রত্যাশা করি। সংগঠনটির মতে, মিছিলে অন্তত ২৫ হাজার মানুষ অংশ নিয়েছেন। বন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, মিছিলে অংশ গ্রহণকারীদের সংখ্যা হবে প্রায় দশ হাজার। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জ্বালানির উৎস হিসেবে কয়লা ব্যবহারের সমর্থক। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।