Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতাপন্থীদের একজোট হবার আহবান পুজদেমনের

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী দলগুলোকে আগামী ২১ ডিসেম্বর নির্বাচনে একজোট হওয়ার আহŸান জানিয়েছেন। গত শনিবার এক টুইটারবার্তায় তিনি এ আহŸান জানিয়েছেন। বেলজিয়ামে আশ্রয় গ্রহণকারী পুজদেমন এর আগে জানিয়েছিলেন, তিনি ব্রাসেলসে অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেবেন। শনিবার সকালে টুইটবার্তায় পুজদেমন লিখেছেন, সময় এসেছে সব গণতন্ত্রপন্থীদের একত্রিত হওয়ার। কাতালোনিয়ার জন্য আটক রাজবন্দীদের মুক্তির জন্য এবং প্রজাতন্ত্রের জন্য। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর স্বাধীনতার ঘোষণাকে অবৈধ ঘোষণা করেন স্পেনের পার্লামেন্ট। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ