মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে দুই সপ্তাহ আগে সুইজারল্যান্ডের প্রেমিক যুগলের ওপর বর্বরোচিত হামলার রেশ না কাটতেই এবার জার্মানির এক নাগরিক শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় গত শনিবার রাজ্যের পূর্বাঞ্চলীয় সোনভদ্র জেলায় এই হামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে বলা হয়, হোলজার এরিক নামের ওই জার্মান নাগরিক আগোরি কেল্লা দেখতে সোনভদ্র জেলায় ঘুরতে এসেছিলেন। রবার্টসগঞ্জ রেলওয়ে স্টেশনে তিনি হামলার শিকার হন। তবে তাঁর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আমান যাদব বলছেন উল্টো কথা। তার ভাষ্য, কুশল বিনিময়ের পর এরিক প্রথম তাকে আঘাত করেছেন। যাদব অভিযোগ করে বলেন, আমি নির্দোষ, আমি ‘ভারতে স্বাগতম’ বলার পর জার্মানির নাগরিক আমাকে ঘুষি মারে। এমনকি সে আমাকে থুতুও মেরেছে। হামলার বিষয়ে জানতে চাইলে সামান্য আঘাত পাওয়া হোলজার এরিক গণমাধ্যমকর্মীদের বলেন, ভারতের নিজস্ব আইন আছে, সুপ্রিম কোর্ট বলেছেন, গোপনীয়তা মৌলিক অধিকার। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।