Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে নেমেই কিমকে পরোক্ষ হুঁশিয়ারি ট্রাম্পের

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এশিয়া সফরের অংশ হিসেবে গতকাল রোববার জাপান পৌঁছানোর পর পরই স্বৈরশাসকদের প্রতি সাবধানবাণী ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও স্বৈরশাসকেরই যুক্তরাষ্ট্রকে অবমূল্যায়ন করা উচিত নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এর মধ্য দিয়ে মূলত ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকেই ইঙ্গিত করেছেন। ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি টোকিওর পশ্চিমাঞ্চলে ইউকোটা ইউএস এয়ারফোর্স ঘাঁটিতে অবতরণ করে। অবতরণের পর মার্কিন বিমান বাহিনীর সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, কেউ, কোনও স্বৈরশাসক, কোনও সরকারেরই মার্কিন সঙ্কল্পকে হেয় করা উচিত নয়। ট্রাম্প আরও বলেন, ‘অতীতে তারা যতবারই আমাদেরকে হেয় করেছে, তার ফল তাদের জন্য ভালো ছিল না, ছিল কি? আমাদের জনগণ, আমাদের মুক্তি এবং আমাদের পতাকার সুরক্ষা প্রশ্নে আমরা কখনওই হার মানব না.....কখনওই থেমে যাব না......কখনওই হোঁচট খাব না।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মুখে উত্তর কোরিয়ার নাম উচ্চারণ না করলেও এটি উত্তর কোরিয়ার প্রতি হুঁশিয়ারিরই আভাস। গার্ডিয়ান, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ