মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার অন্তত একটি গাড়ি বোমা হামলায় বহু সংখ্যক হতাহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে হামলায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কনোকো ও জাফরা বিদ্যুৎ কেন্দ্রের মাঝামাঝি একটি এলাকায় এই হামলা চালানো হয়। এলাকাটি যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিস ফোর্স নিয়ন্ত্রণ করে। এর আগে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছিলো গত বৃহস্পতিবার আইএসের দখল থেকে সিরিয়ার দেইর আল জর প্রদেশ পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। ২০১৪ সাল থেকেই শহরটি দখল করে রেখেছিলো আইএস। প্রায় ৯৩ হাজার বেসামরিক নাগরিক সেখানে বন্দি ছিলো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।