Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

চীনের চন্দ্রমল্লিকা

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : চীনে ঐতিহ্যবাহী ফুল হিসেবে ভীষণ জনপ্রিয় চন্দ্রমল্লিকা। কেবল সৌন্দর্যবর্ধনের জন্যই নয়, চীনাদের কাছে চন্দ্রমল্লিকার নির্যাসসমৃদ্ধ চা তুমুল জনপ্রিয়। চীনা চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, চন্দ্রমল্লিকার নির্যাসসমৃদ্ধ চা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনিভাবে শীতের সময় শরীরের তাপ ধরে রাখতেও এর জুড়ি নেই। দেশটির আনাচে-কানাচে সব মিলিয়ে প্রায় তিন হাজার প্রজাতির চন্দ্রমল্লিকা চাষ হয়। কেবল চন্দ্রমল্লিকা নয়, নানা ধরনের ফুল উৎপাদন করে চীনের হাজার হাজার গ্রাম্য পরিবার তাদের ভাগ্য বদলেছে। গত বছর চীনের ইউনান প্রদেশের বৃহত্তম শহর কুনমিংয়ে ৮৮ হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হয়, যার উৎপাদনমূল্য ৪ হাজার ৬৩৭ কোটি ইউয়ান। চীনের সর্ববৃহৎ তাজা ফুলের বাজার ডুনানে অবস্থিত। এখান থেকে শুধু দেশের বিভিন্ন জায়গায় ফুল সরবরাহ হয় তা নয়; রাশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামেও রফতানি করা হয়। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ