মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা। এক দশকেরও বেশি সময় ধরে চলা প্রাথমিক তদন্ত শেষে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চলেছে -তা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক ভিত্তি আছে। ধারণা করা হচ্ছে- আফগান সরকার, মার্কিন সেনা ও তালেবান- সবার তৎপরতা ফাতু বেনসুদা পরীক্ষা করে দেখবেন। তিনি গণমাধ্যমকে বলেন, সব ধরনের অভিযোগকে আমলে নেবেন এবং তিনি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছেন। বেসামরিক লোকজন ও বিচার বহির্ভূত মৃত্যুদÐের মতো বিষয়গুলোকে তদন্তের আওতায় আনা হবে বলে আইসিসি’র প্রধান কৌঁসুলি জানান। আদালতের বিচারকেরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর আবেদন জানিয়েছেন। অনুমতি মিললে মার্কিন নাগরিকদের অপরাধ সংঘটনের জন্য জবাবদিহি করার সম্ভাবনা তৈরি হবে। এর আগে আইসিসি’র এক রিপোর্টে ইঙ্গিত দেয়া হয়েছিল যে, মার্কিন সেনারা গোপন বন্দীশালায় নিয়ে লোকজনকে নির্যাতন করেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।