গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ডেমরার ক্যামব্রিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী হাসান হত্যা মামলায় দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার অষ্টম অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-শাজাহান ও বিল্লাল চাপরাসিজ।
রায় ঘোষণার পর হাসানের বাবা আনোয়ার হোসেন বলেন, রায়ে অনেক খুশি হয়েছি। এ রায় যেন দ্রুত কার্যকর হয় সেই দাবি জানাই।
তিনি আরো বলেন, আসামি দু'জনই রংমিস্ত্রি। তারা ল্যাপটপ শেখার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর তাকে হত্যা করে তিন ফুট মাটির নিচে পুতে রেখে আমার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।