Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পকিস্তানি বোলারের ১৪১ রানে ১৬ উইকেট!

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : বয়স পেরিয়ে গেছে ৩৩। কখনো খেলা হয়নি পাকিস্তান জাতীয় দলের হয়ে। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ সাদ আলতাফ। পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন রাওয়ালপিন্ডির এই পেস বোলার। চলমান কায়েদ-এ-আজম ট্রফির পুল ‘বি’র ম্যাচে রাওয়ালপিন্ডির হয়ে এফএটিএ’র বিপক্ষে দুই ইনিংসেই সমান ৮টি করে উইকেট নিয়েছেন আলতাফ। ম্যাচ শেষে তার নামের পাশে ১৪১ রানে ১৬ উইকেট। পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেটে আগের সেরা বোলিং ছিল সোহেল খানের। ২০০৭ সালে ওয়াপদার বিপক্ষে ১৮৯ রানে ১৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। নতুন রেকর্ড গড়ার পর আলতাফ বলেছেন, ‘আমি জানতামই না যে, আমি একটি রেকর্ড গড়েছি। কিন্তু যখন আমি জানলাম, নিজেকে খুব গর্বিত মনে হয়েছে।’ ২০০১-০২ মৌসুমে অভিষিক্ত আলকতাফের এটি ৯৮তম প্রথম শ্রেণির ম্যাচ। সব মিলিয়ে এখন তার উইকেট সংখ্যা ৩৯৩টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৫ বার। ম্যাচে ১০ উইকেটও আছে ৪ বার!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ