Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ারে বসুন্ধরা

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নিজেদের ১৭তম ম্যাচে জয় পেয়ে এ যোগ্যতা দেখিয়েছে দলটি। গতকাল বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় বসুন্ধরা কিংস ২-১ গোলে হারায় আগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাবকে। ম্যাচের ৬৩ মিনিটে অগ্রণী ব্যাংকের আমির হাকিম গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু লিড তারা বেশীক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৬৮ ও ৮২ মিনিটে কাঞ্চন পরপর দু’টি গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে বসুন্ধরা কিংস ১৭ ম্যাচে দশ জয়, পাঁচ ড্র ও দুই হারে ৩৫ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করে প্রিমিয়ার লিগ নিশ্চিত করলো। অন্যদিকে তাদের পরেই রয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। তারা তারা ১৬ ম্যাচে ৭ জয়, ৭ ড্র ও ২ হারে ২৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে আছে। তাদের প্রিমিয়ারে উঠার উজ্জ্বল সম্ভাবনা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ