Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক জুনিয়র টেনিস

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার বাছাই পর্ব গতকাল শুরু হলেও মূলপর্বের খেলা আগামীকাল থেকে কোর্টে গড়াবে। অনূর্ধ্ব-১৮ গ্রæপের আন্তর্জাতিক জুনিয়র টেনিসের চারটি ইভেন্টে ১৭ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। যার মধ্যে ৬৮ জন বালক এবং ৩৮ জন বালিকা রয়েছেন। অংশগ্রহণকারীরা হলো- অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, হংকং, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নেপাল, পোল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, তুর্কিস্তান, আমেরিকা ও স্বাগতিক বাংলাদেশ। প্রতিযোগিতায় বালক একক ও দ্বৈত এবং বালিকা একক ও দ্বৈতে খেলা হবে। টুর্নামেন্টের বালক বিভাগে ভারতের ঋষাব শারদা শীর্ষ বাছাই এবং মালয়েশিয়ার জিয়ান কিওং তাকেশি কৌ দ্বিতীয় শীর্ষ বাছাই খেলোয়াড়। বালিকা বিভাগে চাইনিজ তাইপের ওয়েই নিং ফ্যাং শীর্ষ বাছাই এবং চাইনিজ তাইপের ইউ চিন তাশি দ্বিতীয় শীর্ষ বাছাই হিসেবে খেলবেন। আজ বিকাল সাড়ে পাঁচটায় রমনাস্থ জাতীয় টেনিক কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম এমপি। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি উপস্থিত থাকবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ