Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুগ্ধতা ছড়ানো ‘গ্রীণ গ্যালারি’

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফয়সাল আমীন : সৌন্দর্যের অপরুপ লীলা ভূমি এই বাংলাদেশ। চীর সবুজের এই দেশ আরো সবুজ হয়ে ধরা দেয় পূণ্যভূমি সিলেটে গেলে। দুটি পাতা একটি কুড়িরে সেই চায়ের দেশেই এবার বসেছে টি-২০ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল। গতকাল উদ্বোধোনী ম্যাচে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে গুড়িয়ে যাত্রা শুরু হলো ঘরের দল সিলেট সিক্সার্সের বিপিএল যাত্রা। আগে থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে পরিণত হওয়া এবারের আসরে রং লেগেছে বেশি, এসেছে ভিন্নতা। প্রথা ভেঙে ঢাকার পরিবর্তে পঞ্চম আসরের যাত্রা শুরু হয়েছে সিলেট থেকেই। শুরুর আগে থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টোডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ দেশ বিদেশের হাজারো পর্যটক।
সিলেট শহর থেকে বিমানবন্দর সড়কের একপাশে স্টেডিয়ামের বড় ফটক। সেটি দিয়ে সামনে এগোলেই দুই পাশে চা বাগান। সেই পথ পেরিয়ে স্টেডিয়ামের মূল আঙিনায় প্রবেশের ফটক। প্রথম দর্শনেই ভালো লাগার মতো চারপাশের সৌন্দর্য। ভেতরটাও চোখ জুড়িয়ে দেয় প্রথম দেখাতেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন সৌন্দর্যের আধার!
ড্রেসিং রুম, প্রেসবক্সসহ মাঠের দুপ্রান্তের স্থাপনা, চারপাশের গ্যালারি চোখে লেগে থাকার মতো। পূর্ব পাশের গ্যালারির ওপর নতুন করে গড়া দোতলা গ্যালারি আর সেটির শেড সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। আর এই স্টেডিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ ‘গ্রিন গ্যালারি’ তো আছেই। তবে সেটি এখন আর পুরো ‘গ্রীণ’ নেই। আগে নাম ছিল সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেটের উপোযাগী করার পর নাম হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। গ্রিন গ্যালারির সংস্কার পুরোপুরি শেষ না হওয়ায় অবশ্য মরা ঘাস ও মাটি মিলিয়ে আপাতত রূপ নিয়েছে ‘ব্রাউন’ গ্যালারির। গ্রিন গ্যালারি আগের সবুজ চেহারা ফিরে ফেলেই পূর্ণতা পাবে সৌন্দর্য। তবে যেটুকু আছে, সেটির সৌন্দর্যেই মুগ্ধতা ছড়াচ্ছে পুরো বিশ্বজুড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ