নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিলেট অফিস : আনন্দযজ্ঞ চলছে বিপিএল নিয়ে। সিলেট জুড়েই একই কথা, সুর- শুধু বিপিএল। ক্রিকেট মাঠ মাতানো এই আনন্দে শরিক হতে পারলেন না সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধোনী অনুষ্ঠানে আমন্ত্রীতই হননি নগর পিতা! অথচ তার নগরেই ক্রিকেটের মহা উৎসব। আগের দিন রাত পৌনে ১২টায় তার হাতে পৌঁছে দেয়া হয় মাত্র ৩টি টিকেট। তার ভাগে এই টিকেট পড়লেও তার সহকর্মী ৩৬ কাউন্সিলারদের ভাগ্যে জোটেনি কোন টিকেট। তাই সহকর্মীদের সাথে সহমর্মিতা জানিয়ে নিজেও যাননি খেলার মাঠে। এক বুক আক্ষেপ নিয়েই মেয়র আরিফুল হক চৌধুরী বললেন, ‘মহা উৎসবে, আনন্দ নিয়ে শরিক হতে না পারলে, মন ভরে না। সবাইকে নিয়ে একসাথে যেতে পারার সৌভাগ্য যখন হয়নি, আনন্দভাগ্য যখন আগেভাগেই নির্ধারিত করে দেওয়া হয়েছে, সে কারণে একা যাওয়ার চেয়ে না যাওয়াই শ্রেয়। আগামীর জন্য একটা শিক্ষনীয় ইতিহাস হয়তো হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।