Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ভাষায় উ. কোরিয়াকে হুমকি আবে’র

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় উত্তর কোরিয়াকে হুমকি দিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের ঠিক আগ মুহূর্তে শিনজো আবে বললেন, উত্তর কোরিয়াকে থামাতে ‘যেকোনো ধরনের পদক্ষেপ’ নেয়ার সুযোগ রয়েছে তাদের। এর আগে ট্রাম্পও এমন ভাষায় হুমকি দিয়েছিলেন। যেকোনো ধরনের পদক্ষেপ বলতে উত্তর কোরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও তাদের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগে রয়েছে জাপানসহ দক্ষিণ আমেরিকা ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে জাপানের ভূখন্ডের ওপর দিয়ে এবং জাপান সাগরে কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তেজনাপূর্ণ এ সময়েই জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের নতুন সংবিধানে বিদেশের মাটিতে যেকোনো যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপ পরিচালনা করা নিষিদ্ধ। কিন্তু সেই সংবিধান সংশোধন করে সামরিক শক্তি বাড়াচ্ছে শিনজো আবের সরকার। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ